Wednesday, May 1, 2019

Search Engine Optimization (SEO)

SEO  কী? 

SEO এর পূর্ণরূপ হল Search Engine Optimization.
অর্থাৎ আপনার ওয়েবসাইট বা ব্লগসাইট কে Search Engine এর সাথে সম্পর্ক স্থাপন করা বা যুক্ত করা বা সাবমিট করা।

এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া সার্চ ইঞ্জিন কি? তাই বলে রাখা ভাল, "যে সকল সাইট আমাদের প্রয়োজনীয় তথ্য খুজে দিতে সাহায্য করে ওই সকল সাইটকে সার্চ ইঞ্জিন বলে. যেমনঃ গুগল, ইয়াহু, বিং,আস্ক ইত্যাদি।

SEO এর প্রকারভেদঃ
SEO মূলত দুই প্রকার,
(I) White Hat SEO
(II) Black Hat SEO

(I) White Hat SEO: কোন Website কে Rank করানোর জন্য Search Engine এর Algorithm কে ফাঁকি না দিয়ে অর্থাৎ নিয়ম মেনে যে SEO করা হয় তাকে White Hat SEO বলে।
(II) Black Hat SEO: কোন Website কে Rank করানোর জন্য Search Engine এর Algorithm কে ফাঁকি দিয়ে অর্থাৎ নিয়ম না মেনে যে SEO করা হয় তাকে Black Hat SEO বলে।এটা দণ্ডনীয় অপরাধ।

SEO এর প্রয়োজনীয়তা এবং এর কাজঃ 

যখন আমরা কোন ওয়েবসাইট বা ব্লগ সাইট খুলি তখন আমাদের প্রয়োজন হয় ট্রাফিক বা ভিজিটর। আর এই ট্রাফিক বা ভিজিটর ছাড়া আমাদের সাইটগুলো নিঃপ্রান।কারণ ভিজিটর না থাকলে কোম্পানি গুলো তাদের পণ্য কিভাবে বিক্রি করবে আর কেনই বা আমার আপনার মত ব্লগারদের অ্যাড দিবে।তাই ভিজিটর একটা সাইটের জন্য মূখ্য বিষয়। যখন সাইটে ভিজিটর থাকে না তখন আমাদের মূল বিষয় হয়ে দাঁড়ায় কিভাবে সাইটে ভিজিটর আনা যায়।। আর তখনই কিন্তু আমাদের চোখ যায় সার্চ ইঞ্জিন গুলোর উপর।কারণ বর্তমানে গুগল ব্যবহার করেন না এমন লোক খুব কমই আছে হয়ত।এখন একটা কথা, গুগলে আমরা কি করি? অনেকে বলবে গুগলে আমরা সার্চ করি। ঠিক আছে কিন্তু একবার ভাবুন তো আমরা সার্চ করার পর যে কাঙ্ক্ষিত ফলাফলটা পাই সেটা কি গুগলের নিজস্ব?উত্তর, না।।তাহলে গুগল এটা পাই কোথায়? অবশ্যই তার ডাটাবেজ থেকে দেয় যদিও কন্টেন্ট গুলো তার নিজের না।এখন প্রশ্ন আসতে পারে সে তার ডাটাবেজে কিভাবে পাই? এবারই আপনি আসল কথা বলেছেন, আমরা যখন আমাদের ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন গুলোতে সাবমিট করি তখন Google Bot এর Crawler আমাদের সাইটে Crawl করতে থাকে এবং যে গুলিতে আমাদের অনুমতি থাকে সেই সকল কন্টেন্ট তার নিজস্ব ডাটাবেজ এ সংরক্ষণ করতে থাকে।আর আমরা যখন কোন কিছু সার্চ করি তখন সে তার ডাটাবেজ থেকে আমাদের সেগুলিকে দেয়।আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে ট্যাগ এবং কন্টেন্ট এর ধরণ। আর SEO করার ফলে সার্চ ইঞ্জিনগুলো আমাদের সাইটের মান নির্ধারণ করে এবং আমাদের সাইটগুলোকে অন্যদের থেকে বেশি প্রাধান্য দেয়।এভাবেই আমাদের সাইটগুলো সার্চ ইঞ্জিন এ Rank করে।
তাহলে আমরা বুঝতে পারলাম SEO এর কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ব্লগসাইট কে সার্চ ইঞ্জিন গুলোতে সাবমিট করা এবং আমাদের কন্টেন্ট দেখিয়ে প্রচুর পরিমাণ ভিজিটর আনা এবং সার্চ ইঞ্জিন এ আমাদের সাইটকে Rank করানো।
যদিও SEO একটি বিস্তর বিষয়বস্তু তবুও চেষ্টা করেছি শুধুমাত্র SEO এবং SEO এর কাজ কি সেটা বোঝানোর।
এখন প্রশ্ন আসতে পারে,
একটা সাইটের SEO কিভাবে করতে হয়?
তাহলে আমি বলব, এই সম্পর্কে লিখতে গেলে পুরো একটা বই লিখে ফেলা সম্ভব।তবুও কিছু না কিছু থেকেই যাবে, কারণ SEO এর উপর Freelancer Market গুলোতে প্রচুর পরিমাণ কাজ আছে আর এই সকল কাজ করে অনেক SEO Expart হাজার হাজার কি লাখ লাখ টাকা ইনকাম করছে।আর যেহেতু সার্চ ইঞ্জিনগুলো প্রতিনিয়ত তাদের অ্যালগরিদম এর পরিবর্তন করছে তাই SEO এর ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসে।
যাই হোক সবগুলো বিশ্লেষণ করা সম্ভব না তাই আমি মূখ্য বিষয় গুলো তুলে ধরার চেষ্টা করব।
যখন আমরা আমাদের সাইট এর এসইও করি তখন আমাদের সাইটের উপর প্রচুর কাজ করা লাগে।কারণ ইউটিউব এর থেকে এইদিকে কম্পিটিশন টা খুব বেশি এবং কোম্পানিগুলো সরাসরি এই কম্পিটিশন এ যোগ দেয়।।

একটি সাইটের এসইও করতে তার মুখ্য বিষয়গুলো হলঃ
১।অন পেজ অপ্টিমাইজেশন
২।অফ পেজ অপ্টিমাইজেশন
৩।ব্যাকলিংক
৪।লিংক বিল্ডিং
৫।সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি।
সবগুলো বিশ্লেষণ করা সম্ভব না তবে ব্যাকলিংক ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে YouTube SEO এর ভিতরে আলোচনা করব ইনশাল্লাহ।

আশাকরি SEO সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন।

No comments:

Post a Comment