Saturday, December 1, 2018

WiFi HacKing by KALI

কালি লিনাক্স
যারা কালি লিনাক্স Use করেন তাদের জন্য আজকের এই পোস্ট।।
 লিনাক্স ইন্সটল করবেন।

১)প্রথমে আপনার কালি লিনাক্স অপারেটিং সিস্টেম টি ওপেন করবেন।
Kali linux এর যে Tools গুলা লাগবে তা হল==
★airmon-ng
★airdump-ng
★aircrack-ng
উপরে দেওয়া Tools গুলা কাজে লাগবে★
২)প্রথমেই আপনার ওয়াইফাই কার্ড টিকে মনিটর মুডে নিয়ে জেতে হবে!!!! ||
এখন প্রশ্ন হলো monitor mod আবার কি???
★মনিটর মুড হচ্ছে এমন একটি অবস্থা যখন ওয়ারলেস কার্ড সুধু মাত্র একটি নির্দিষ্ট রাউটারের ডাটা না দেখে সকল রাউটার এর প্রেরিত তথ্য যথাক্রমে তার সিগ্নাল তার সাথে সংযুক্ত ডিভাইস ইত্যাদি দেখার চেস্টা করবে।।।অথবা দেখবে ঠিক সেই অবস্থাকেই মনিটর মুড বলে।।★
চলুন কাজে আসা যাক
১★
ipconfig. আপনাকে মনিটর মুড এ নিয়ে জাবে
1)নতুন একটি টেব খুলুন এখন টাইপ করুন
airmong-ng check kill
proccess কিল হবে
এখানে Pid Name আসবে
আবার টারমিনালে টাইপ করেন airmong-ng check
3) আরেকটি টেব খুলুন
এখন আপনার মনিটর মুড চালু করতে হবে
টাইপ করুন
airmon-ng start wlan0
৪)এখানে অনেক কমান্ড দেখাবে আপনি টাইপ করবেন
airodump-ng wlan0mon
এন্টার করার সাথে সাথে আপনার আশেপাশের ওয়াইফাই গুলা পাবেন
যেমন আমি ২ টি পেয়েছি নিচে দেখুন
৫)উপরের যেই টি আমি হ্যাক করব সেটির BSSIC COAD টী কপি করব
এখন টারমিনাল এ লিখব
reaver -1 wlan0mon -b আগে কপি করে রেখেছেন যেটি -vv -k1

No comments:

Post a Comment